আমার ঠাকুর krishna Saha Published : 08/05/2020 WhatsApp Channel Join Now মানস কুমার মাইতি ( বর্ধমান) ০৮/০৫/২০২০ ————————- তখন আমি নির্বোধ এক শিশু প্রথম আলাপ গ্রীষ্মের এক ভোরে প্রভাত ফেরির বনেদি আয়োজনে হাজির ছিলাম চৌরাস্তার মোড়ে। অবোধ সুবোধ নানা বয়সের ভিড় সবার সমুখে তোমার গলায় মালা শৃঙ্খলে বাঁধা স্লোগান বিহীন মিছিলে কাব্য গীতিতে সামনে এগিয়ে চলা। পথের দু’ধারে দাঁড়িয়ে মানুষ কত মুগ্ধ হৃদয়ে দেখেছিল শোভাযাত্রা মনের ফ্রেমেে বাঁধানো সে ছবিখানি অনুভব রঙে পেয়েছে ভিন্নমাত্রা। তারপর হতে প্রতি বৈশাখী প্রাতে হেঁটেছি আমি। কন্ঠে তোমার মন্ত্র দুঃখ বেদনা সব শোক তাপ ভুলে তোমাকে ঘিরেই বাঁচার ষড়যন্ত্র। ভরসা রাখিনি মূর্তির দেবালয়ে স্বজন বিয়োগে হইনি তো শোকাতুর গীতবিতানই আমার সুধা-পাত্র হৃদয় দেউলে তুমিই প্রাণের ঠাকুর। 👁️ 103 See also 'খুচরো' পয়সার সমস্যায় জর্জরিত ব্যবসায়ীরা