আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্লাবের উদ্যোগে রিলিফ ফাণ্ডে চেক প্রদান

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান,কৃষকসেতু বাংলা

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম নেতাজি ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে 5100 টাকার চেক তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে।এদিন খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাগ মহাশয়ের কার্যালয় বিধায়কের হাতে চেক তুলে দেন সংঘের কর্মকর্তারা, জানিয়েছেন ক্লাবের সেক্রেটারি সুকান্ত মন্ডল।

আজ পর্যন্ত খণ্ডঘোষ বিধানসভার পক্ষ থেকে বিধায়ক মারফত প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দেওয়া হয়েছে।কোন ক্লাব বা সংস্থা যখন চেক দেয় সেখানে মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ড এর একাউন্টের নাম এবং নাম্বার লেখা হয়। সেই চেক বিধায়ক মারফত পৌঁছে যায় পূর্ব বর্ধমান জেলার ডিএম সাহেবের কাছে।

এরপর তিনি নীয়মানুসারে ফান্ডে দেন,এমনটাই জানিয়েছেন বিচয়ক নবীন চন্দ্র বাগ। এর মধ্যে প্রায় 12 টিরও বেশি ক্লাব,সেবিকা,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সহ আরো কিছু মানুষ স্বেচ্ছায় সামর্থমতো অর্থ দান করেছেন,জানিয়েছেন বিধ্বয়ক নিজেই।


See also  ৭০০ বৎসর ধরে পটচিত্রে পূজিত হন মা দুর্গা খণ্ডঘোষে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি