আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের মেধা সম্মাননা প্রদান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মেধা সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে জেলার ৪৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা হয়। এর মধ্যে বর্ধমান শহরের রূপায়ণ পাল মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারীকে জেলা পরিষদের পক্ষ থেকে ১০,০০০ টাকা উৎসাহ ভাতা এবং অন্যান্য কৃতী ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হয়।

এছাড়াও, এই অনুষ্ঠানে বর্ধমান শহরের গর্ব, এভারেস্ট জয়ী সৌমেন সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ-সভাপতি গার্গী লাহা, কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ জেলা পরিষদের অন্যান্য আধিকারিকগণ। এই সম্মাননা অনুষ্ঠান মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি জেলার শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য মঞ্চ হিসেবে বিবেচিত হয়।

See also  কাশ্মীর হামলায় নিহতদের স্মরণে বর্ধমানে প্রাক্তনী ছাত্রছাত্রীদের মৌন মিছিল, 'মারের বদলা মার চাই' স্লোগান।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি