আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাঁকুড়াঃ নিম্ন মানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু ওই ঘটনার ফল কি মারাত্মক হতে পারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইন্দাসের দীঘলগ্রাম- বগরপুর এলাকার মানুষ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গ্রামবাসীদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে মাত্র সাত মাস আগে সি.এস.আর ফাণ্ড থেকে ৫০ লক্ষ টাকারও বেশী খরচ করে দীঘলগ্রাম ক্যানেলপুল থেকে বগলপুর দীঘিপাড় পর্যন্ত ঢালাই রাস্তা তৈরী করা হয়। কিন্তু বর্তমানে সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই দূস্কর হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় যেমন ঢালাইয়ের পাথর উঠতে শুরু করেছে, তেমনই কোথাও কোথাও তৈরী হয়েছে ফাটলও। সব মিলিয়ে চরম সমস্যায় ওই এলাকার মানুষ।গ্রামবাসীদের দাবি, এখন যা অবস্থা তাতে পায়ে হেঁটে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে।

আবার ছাত্র ছাত্রীরা স্কুল, কলেজ থেকে প্রাইভেট টিউশান যেতেও সমস্যার মুখোমুখি হচ্ছে। এখন সাইকেল পাংচার নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় অবিলম্বে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবি তারা জানাচ্ছেন বলে জানান। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়কে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সেকরম হলে ওই এজেন্সিকে দিয়েই ফের ওই সংস্কারের কাজ করিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

See also  সন্দেহের জেরে ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি