আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিহারের গয়ার নাম পরিবর্তন, নতুন নাম হল গয়াজি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পাটনা: বিহারের গয়ার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শহরটির নতুন নাম হল গয়াজি। শুক্রবার বিহারের মন্ত্রীসভা গয়ার নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
গয়া বিহারের একটি গুরুত্বপূর্ণ শহর, যা ধর্মীয় এবং পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকেরা আসেন। মানুষ মূলত তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে গয়ায় আসেন।

পুরাণ অনুযায়ী, ত্রেতা যুগে গয়াসুর নামের এক দৈত্যের নামে এই শহরের নাম গয়া রাখা হয়েছিল। বায়ু পুরাণ অনুসারে, বিষ্ণু তাঁর কঠিন তপস্যার পর গয়াসুরকে আশীর্বাদ করেছিলেন।
গয়ার বিধায়ক এবং বিহারের সমবায় মন্ত্রী প্রেম কুমার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে গয়ার নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয় মানুষের আবেগকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন, তাই তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০২২ সালে গয়ার নাম পরিবর্তন করে গয়াজি রাখার প্রস্তাব স্থানীয় পৌরসভায় পাস হয়েছিল।
আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে নীতিশ কুমার গয়ার নাম পরিবর্তনের কাজটি সম্পন্ন করলেন।

See also  ৭৪ বছরেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মহাভারতের 'ভীম'

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি