আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তেজগঞ্জে জাতীয় সড়কে সিমেন্টের কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার উল্টে বিপত্তি, বরাতজোরে রক্ষা।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, বর্ধমান:- রবিবার সকালে বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে সার্ভিস রোডে একটি সিমেন্টের কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে, সকালবেলা পথচারীদের সংখ্যা কম থাকায় চালকসহ সকলেই বরাতজোরে রক্ষা পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্ভবত চালকের ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ট্যাঙ্কারটি ১৯ নম্বর জাতীয় সড়কের রেলিং ভেঙে সার্ভিস রোডে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু দুর্ঘটনাটি সার্ভিস রোডে ঘটেছে, তাই জাতীয় সড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ট্যাঙ্কারটিকে সরানোর ব্যবস্থা করছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকায় স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

See also  আনুমানিক ৩০০ বছর ধরে চলে আসছে উখরিদের দত্ত বাড়ির সরস্বতী পূজা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি