আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃতী ছাত্রীকে সংবর্ধনা ও মানবসেবায় সদিচ্ছা ফাউন্ডেশন, পূর্ব বর্ধমানে মানবিকতার নজির।

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার স্বেচ্ছাসেবী সংগঠন সদিচ্ছা ফাউন্ডেশন তাদের মানবিক কাজের মাধ্যমে ইতিমধ্যেই জেলার মানুষের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে। সম্প্রতি, সংগঠনটি খণ্ডঘোষ ব্লকের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারীনি মেধাবী ছাত্রী তিয়াসা কুন্ডুকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করেছে।শুধু কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মান জানানোই নয়, সদিচ্ছা ফাউন্ডেশন সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করে আসছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা থেকে শুরু করে নানা ধরনের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেয় এই সংগঠন।

এছাড়াও, রক্ত সংকট মোকাবিলায় সদিচ্ছা ফাউন্ডেশনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। যখনই রক্তের প্রয়োজন হয়, এই সংগঠনের সদস্যরা দ্রুততার সাথে রক্তদান শিবির আয়োজন করে এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সহায়ক হয়। তাদের এই নিরলস প্রচেষ্টা বহু মানুষের কাছে আশার আলো জ্বেলেছে।

তিয়াসা কুন্ডুকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সদিচ্ছা ফাউন্ডেশনের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ থাকার বার্তা দেন। এই ধরনের উদ্যোগ একদিকে যেমন মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে, তেমনই সমাজের অন্যান্যদেরও আর্তের সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।সদিচ্ছা ফাউন্ডেশনের এই বহুমুখী সমাজসেবামূলক কাজ সত্যিই প্রশংসার যোগ্য এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছেও অনুকরণীয়।

See also  ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের,ঘটনাস্থলে ছুটে এলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি