আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্কুলের মধ্যে রাজকীয় ভাবে অন্নপ্রাশন অনুষ্ঠান

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, কৃষকসেতু নিউজ বাংলা : – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মিড ডে মিল দপ্তরের উদ্যোগে “তিথি ভোজন” নামক এক অভিনব কর্মসূচী শুরু হয়েছে। এই কর্মসূচীটি রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছে। পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের রায়না ৩ চক্রের লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়েও এই কর্মসূচীর এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল।
লোহাইয়ের বাসিন্দা কাশীনাথ কুণ্ডু তাঁর একমাত্র পুত্র আদর্শের কন্যা অত্রিকার অন্নপ্রাশন উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

এই বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য ছিল এক রাজকীয় ভোজের আয়োজন। মেনুতে ছিল সুস্বাদু ফ্রাইড রাইস, সুগন্ধী চিকেন কারি, মিষ্টি দই, মুখরোচক মিষ্টি, চাটনি এবং মুচমুচে পাঁপড়।
কন্যা সন্তানের জন্ম যে কুণ্ডু পরিবারে কতটা আনন্দের, তা তাঁদের এই উদ্যোগ থেকেই স্পষ্ট। “মেয়েও হবে কন্যা রত্ন, দিলে শিক্ষা নিলে যত্ন” – এই প্রবাদবাক্যটি যেন তাঁরা অক্ষরে অক্ষরে পালন করছেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, রায়না ২ ব্লক মিড ডে মিল দপ্তরের ডিইও চন্দন সরকার এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গায়ত্রী কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
“তিথি ভোজন” কর্মসূচীর মাধ্যমে একদিকে যেমন ছাত্রছাত্রীরা পুষ্টিকর খাবার পাচ্ছে, তেমনই অন্যদিকে সামাজিক উৎসবগুলিও বিদ্যালয়ের অঙ্গনে উদযাপিত হচ্ছে। এই কর্মসূচী নিঃসন্দেহে সমাজ ও বিদ্যালয়ের মধ্যে এক মেলবন্ধন তৈরি করেছে।

See also  ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের,ঘটনাস্থলে ছুটে এলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি