কুম্ভমেলায় যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার গভীর রাতে ধানবাদের রাজগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় গোঘাটের সাতবেড়িয়া থেকে দুটি স্করপিও গাড়ি কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দেয়। রাত্রি দেড়টা নাগাদ তাঁদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাজগঞ্জ এলাকায় পার্কিং করে রাখা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঠিক একই সময়ে তাঁদের পিছনে থাকা অন্য গাড়িটি প্রথম গাড়িটিকে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন গাড়িচালক, যাঁর বাড়ি গোঘাটের ভাদুর গ্রামে। এছাড়া প্রাণ হারিয়েছেন গোঘাটের সাতবেরিয়ার এক গৃহবধূ এবং গড়বেতার এক দম্পতি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, রাতে অতিরিক্ত গতি এবং দৃশ্যমানতার অভাবের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।