আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দামোদরের বুকে অবৈধ বাঁশের সেতু নির্মাণ: প্রশাসনের নজরদারি প্রশ্নের মুখে

By Pradip Chatterjee

Published :

WhatsApp Channel Join Now

দামোদর নদ পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রধান নদী। সম্প্রতি মুনাফার উদ্দেশ্যে এই নদীতে অবৈধভাবে বাঁশ পুঁতে সেতু নির্মাণের ঘটনা সামনে এসেছে।

পূর্ব বর্ধমানের কৃষি ও মৎস্যজীবীদের জীবিকা নির্ভর করে এই নদীর উপর। সেচের জল সরবরাহে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অবৈধ সেতু নির্মাণের অভিযোগ

মেমারি ১ ব্লকের দলুইবাজার অঞ্চলে বাঁশ পুঁতে সেতু নির্মাণের ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা প্রশাসনের কাছে সেতু নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন।

প্রশাসনিক পদক্ষেপ

বিডিও শতরুপা দাস বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন দফতরে।

জেলাপরিষদের মন্তব্য

জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেচ দফতরের অনুমতি ছাড়াই এই কাজ চলছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

বিজেপি নেতা জীতেন্দ্রনাথ ডকাল দাবি করেছেন, এ ধরনের সেতু নির্মাণের বৈধতা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

সেচ মন্ত্রীর প্রতিক্রিয়া

সেচ মন্ত্রী মানস ভুঁইঞা জানিয়েছেন, সেচ দফতরের অনুমতি ছাড়া কোনো নির্মাণ কাজ বৈধ নয়। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

See also  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তি বিভাগের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Pradip Chatterjee

Senior Reporter Jamalpur, Purba Bardhaman. প্রদীপ চ্যাটার্জী কৃষকসেতু নিউজ বাংলার সিনিয়র কনটেন্ট রাইটার। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত।