আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

About

Krishaksetu News Bangla একটি আরএনআই স্বীকৃত পাক্ষিক নিউজ পেপার।
পত্রিকার নাম: কৃষকসেতু (Krishaksetu)
RNI নিবন্ধন নম্বর: WBBEN/2017/74406
সম্পাদক: কৃষ্ণ কুমার সাহা

কৃষকসেতু প্রথম আত্মপ্রকাশ করে প্রিন্ট মিডিয়াতে ২০১৭ সালে। এরপর, একই বছরে আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালু করি। ২০১৮ সালে ফেসবুক এবং ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিজিটাল মাধ্যমের যাত্রা শুরু হয়।

আমরা প্রতিদিন দুটি ফেসবুক পেজে সংবাদ প্রকাশ করি:
১. Krishaksetu Bangla
২. Krishaksetu TV

এছাড়াও আমরা দুটি অতিরিক্ত পেজ পরিচালনা করি:
১. Krishaksetu Entertainment
২. G-News Bangla

আমাদের ওয়েবসাইটের প্রথম যাত্রা শুরু হয়েছিল www.krishaksetu.com এর মাধ্যমে। বর্তমানে, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা www.krishaksetu.in এ স্থানান্তরিত হয়েছি, এবং পুরোনো ওয়েবসাইটটি নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়েছে।

Krishaksetu News Bangla দক্ষিণ দামোদর থেকে শুরু করে গোটা ভারতবর্ষের খবর প্রতিদিন প্রকাশ করে।
দক্ষিণ দামোদরের তথা বর্ধমানের নাম্বার ওয়ান নিউজ পোর্টাল হিসেবে আমাদের পরিচিতি—Krishaksetu News Bangla

ট্যাগলাইন: বাংলার মাঝে খবরের খোঁজে

আমাদের অফিসিয়াল কনসালটেন্সি ও টেক পার্টনার: IT-Ground.