আরজি করে ভাঙচুরের ঘটনায় এখনও চলছে ধরপাকড়। লালবাজার সূত্রের খবর, ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোট ৩৭ জন। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় গোটা দেশে। তদন্ত যত এগোচ্ছে একের পর এক তথ্য উন্মোচিত হচ্ছে। এই ঘটনায় সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রচারের জন্য নোটিশ পাঠানো হয়েছে আরও এক চিকিৎসককে। তাঁকে লালবাজারে তলব করা হয়েছে।
আরজি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এরই মধ্যে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়েছে।
আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় সরব চিকিৎসক কুণাল সরকার। নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও তলব করেছিল পুলিশ। সোমবার ডাকা হল আরও এক চিকিৎসককে।সাংবাদিক সম্মেলন করে পুলিশ কমিশনার বিনীত গোয়েলও বলেছেন কোনও প্রমান ছাড়া স্যোশাল মিডিয়ায় ভুল তথ্য যাতে না ছড়ানো হয়। স্যোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিনীত গোয়েল।
আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ! কলকাতা পুলিশের সমাজমাধ্যমের পাতায় ওই অশান্তির ঘটনার ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় এখনও চলছে ধরপাকড়। লালবাজার সূত্রের খবর, ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোট ৩৭ জন।