প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২ জুলাই

বঙ্গে আবারও শুট আউট। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কালনা।সোমবার রাতে দোকানে ভাত খেতে বসা দোকান কর্মচারী কে গুলি করে খুন করে পালায় দুস্কৃতি দল।নিহতের নাম মিলন সিং ওরফে রাজা বলে জানা গিয়েছে।তাঁর বাড়ি হুগলীর চুঁচুড়া এলাকায় ।দু-আড়াই মাস আগে রাজা কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায় থাকা স্বপন মাঝির দোকানে কর্মচারী হিসাবে কাজে যোগ দেয়।তার কথা বার্তা ও আচার ব্যবহারে এলাকার লোকজনও মুগ্ধ ছিলেন।এমন এক যুবককে এভাবে গুলিকরে খুনকরে পালানোর নেপথ্যে কি কারণ থাকতে সেটাই কেউ বুঝে উঠতে পারছেন না। পুলিশের পাশাপাশি জিআরপি-ও এই খুনের ঘটনার তদন্তে নেমেছে। দুস্কৃতিদের ধরতে তুঙ্গে উঠেছে পুলিশি তৎপরতা ।
জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, মৃতের বাড়ি হুগলীর চুঁচুড়ায়। এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারে নি পুলিশ। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃত মিলন সিং সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল।মনে করা হচ্ছে সেই কারণেই দুস্কৃতিদলের মধ্যে ঝামেলা অশান্তি হয়।আর তাতেই খুন হয় মিলন সিং ওরফে রাজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপন মাঝির
দোকানটি একেবারে কালনা স্টেশন সংলগ্ন জায়গায় অবস্থিত। দোকানে চা ও পানীয় জল সহ বিভিন্ন খাবারও বিক্রি হয়।এদিন রাত ১০ টা নাগাদ খরিদ্দারের চাপ কমলে দোকান কর্মচারী রাজা দোকানের ভিতরেই ভাত খেতে বসে ।অভিযোগ সেই সময়েই দুটি বাইকে চেপে দুস্কৃত দল ওই দোকানের সামনে দাঁড়ায়।এরপর দোকানে
ঢুকেই ওই দুস্কৃতিরা খুব কাছ থেকে রাজার মাথায় গুলি চালায়ে পালায়।ঘটনাস্থলেই রাজার মৃত্যু হয়।

এই খবর জানাজানি হতেই কালনা স্টেশন সংলগ্ন এলাকার ব্যাবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্য ব্যবসায়ীরাও স্বপন মাঝির দোকানে ছুটে আসেন। কালনা থানার পুলিশ ও জিআরপিও
ওই দোকানে পৌছায় । তখন রক্তে ভেসে যাচ্ছিল রাজার মৃতদেহর চারপাশ।শুট আউটের খবর পেয়ে স্থানীয় হাটকালনা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলও ঘটনাস্থলে পৌছান।ঘটনা সবিস্তার শুনে তিনিও স্তম্ভিত হয়ে যান ।
বিশ্বজিৎ বাবু বলেন,“কালনা সংলগ্ন জনবহুল এলাকায় শুট আউটের ঘটনা ঘটতে পারে ,এটা ভাবতেও পারছি না। আতঙ্কিত হবার মতোই বিষয় এটি। তিনি এও বলেন,রাজা নামের ছেলেটির আচার ব্যবহারে খারাপ কিছু আমি দেখি নি। সন্দেহজনক কিছুও তার মধ্যে দেখিনি । এখন এক যুবকে কেন এভাবে খুন করা হল সেটাই আশ্চর্যের । পুলিশ তদন্ত করছে । নিশ্চই পুলিশ এই খুনিদের পাকড়াও করে এই খুনের রহস্য উদঘাটন করে ফেলবে“।












