আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আন্তর্জাতিক স্তরের’ ক্যারাটে প্রতিযোগীতায় চমকে দেওয়া সাফল্য সিভিক ভলেন্টিয়ারের – গর্বিত পুলিশ মহল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান

মার্সাল আর্ট কিংবদন্তী ব্রুস লী’কে নিয়ে তথ্যচিত্র দেখার পর তা সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপ পালের মনে দাগ কাটে।তাঁরও ইচ্ছা জাগে ’ব্রুস লী’র’ মত হওয়ার।সেই ইচ্ছা পূরণের লক্ষ্যে ত্রিদীপ শুরু করে ’ক্যারাটে’র প্রশিক্ষণ নেওয়া।ক্যারাটেতে নিজেকে যোগ্য করে তুলে বঙ্গের সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপ
অংশ নেয় ’আন্তর্জাতিক স্তরের’ ক্যারাটে প্রতিযোগীতায়।তাত নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ত্রিদীপ জয় করেছে স্বর্ণ পদক ও রৌপ্য পদক।সেই সব পদকের দৌলতে সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপ এখন যেন সেলিব্রিটি। জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন,’আমি বিষটি সন্মন্ধে খোঁজ নিচ্ছি। সভিক ভলেন্টিয়ারের পুরস্কার প্রাপ্তির বিষয়টি যথাযথ হলে জেলা পুলিশের পক্ষ থেকে আমরাও তাকে সম্বর্ধিত করবো’

রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সহযোগী হিসাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেন।সেই তখন থেকেই পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার সিভিক ভলেন্টিয়ার
হিসাবে কাজ করে আসছে স্নাতক ত্রিদীপ পাল । তিনি অবিবাহিত।তাঁর বাড়ি মঙ্গলকোটের সিমুলিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইছা বটগ্রামে।ত্রিদীপের বাবা পবিত্র চন্দ্র পাল দলিল লেখকের কাজ করেন। মা বেলাদেবী সাধারণ গৃহবধূ। একটি বেসরকারী কোম্পানিতে কাজ করেন ত্রিদীপের দাদা প্রদীপ ।

ত্রিদীপ জানিয়েছে,’খেলাধূলার প্রতি ছোট বয়স থেকেই তাঁর টান ছিল।তখন সব ধরণের খেলাই তিনি খেলতেন। তার পর কলেজের পাঠ শেষ করে সিভিক ভলেন্টিয়ারের কাজ পাওয়ার আগে একদিন মার্সাল আর্ট কিংবদন্তী ব্রুস লী’কে নিয়ে তথ্যচিত্র দেখেন।ত্রিদীপের কথা অনুযায়ী,সেই তথ্যচিত্র দেখার পরেই অন্য খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ কমে। ব্রুস লী’র মার্সাল আর্ট তাঁর মনে দাগ কাটে।এরপর প্রায় ১০-১১বছর হল কাটোয়ার দাইহাট নিবাসী ক্যারাটের দক্ষ প্রশিক্ষক পরিতোষ শিকদার মহাশয়ের কাছে ক্যারাটের প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন বলে ত্রিদীপ জানান“।

সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপের কথা অনুয়ায়ী,চলতি বছরের ২১ জুন থেকে ২৩ জুন দীঘায় অনুষ্ঠিত হয়
ইন্টারন্যাশনাল ’শটো কাপ’ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগীতা।আই,এস,কে,এফ ইন্ডিয়া ছিল তার আয়োজক। প্রতিযোগীতায় শ্রীলংকা, বাংলাদেশ নেপাল,ভুটান থাইল্যান্ড,মালয়েশিয়ার ইন্সট্রাক্টরারা
চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন।সেইসব দেশের প্রতিযোগী ছাড়াও বাংলা সহ ভারতের প্রতিযোগীরাও অংশ নেয়। বিভিন্ন
প্রতিযোগীকে পরাজিত করে ’টিম কাতা বিভাগে’ স্বর্ণ পদক এবং ’কাতা বিভাগে’ রৌপ্য পদক অর্জন
করেছেন বলে ত্রিদীপ পাল জানিয়েছেন। এর আগে ২০২২ সালে ’বাংলাদেশে’ অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগীতায় অংশ নিয়ে স্বর্ণ ও রৌপ্য পদক লাভ
করেছিলেন বলে ত্রিদীপ জানিয়েছেন ।

See also  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে দুস্কৃতিদের হাতে খুন তৃণমূলের প্রাক্তন প্রধান

সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপের এমন সাফল্যে মঙ্গলকোট থানার পুলিশ কর্তারা খুবই খুশি । একই ভাবে খুশি এিদীপের বাবা-মা এবং প্রশিক্ষক পরিতোষ শিকদার। মঙ্গলকোট থানার আই সি মধুসূদন ঘোষ তাঁদের সিভিক ভলেন্টিয়ার ত্রিদীপের সাফল্যে কথা জেনে খুবই খুশি। প্রশিক্ষক পরিতোষ শিকদার বলেন,“পরিতোষের সাফল্য আমাকেও গর্বিত করেছে“। আর ত্রিদীপের সহ কর্মীরা বলেন ,’আমরা সিভিক ভলেন্টিয়ার বলে অনেকে আমাদের ’টেরা’ চোখে দেখে থাকেন ।কিন্তু ত্রিদীপ প্রমান করে দিয়েছে ,’আমরা কমতি নই’ ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি