কৃষ্ণ সাহা, বর্ধমান :- খাগড়াগড় যুব সংঘের পরিচালনায় একটি বেসরকারি সংস্থার সহ যোগিতায় বর্ধমান খাগড়াগড় হাই মাদ্রাসা স্কুলের সামনে ঠান্ডা পানি জলের ম্যাশিন বসানো হলো। এদিন ঠান্ডা পানিও জলের ম্যাশিনের উদ্বোধন করেন ডিএসপি হেডকোয়াটার অতনু ঘোষাল সহ খাগড়াগড় যুব সংঘের সভাপতি মইনুদ্দিন চৌধুরী, মহম্মদ ইনসান এস-জেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেডের কর্ণধার সেখ মআইনুদ্দীন হোসেন সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে মহম্মদ ইনসান বলেন গ্ৰীষ্মের দাবদাহে স্কুল পড়ুয়া সহ এলাকার মানুষ জানের অনেক সমস্যা হচ্ছিল। সেই কারণে স্থানীয় এক ব্যবসায়ীর সহযোগিতায় আজ খাগড়াগড় হাই মাদ্রাসা স্কুলের সামনে একটি ঠান্ডা পানীয় জলের
ম্যাশিন বসানো হয়।এই ঠান্ডা জলের ম্যাশিন বসানোর ফলে স্থানীয় সকল স্কুল পড়ুয়া সহ স্থানীয় মানুষ জন উপকৃত হবে বলে জানান তিনি। এছাড়া এলাকার সকল জায়গায় লাইট লাগানো হয়েছে বলে জানান তিনি।
এস-জেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেডের কর্ণধার সেখ মআইনুদ্দীন হোসেন সাহেব বলেন এখানে ঠান্ডা পানীয় জলের একটু সমস্যা ছিলো। স্থানীয় একটি স্কুল এবং এলাকার মানুষের সহযোগিতার জন্য এই ঠান্ডা পানীয় জলের ম্যাশিনটি বসানো হয়েছে।এতে সকলের উপকার হবে বলে জানান তিনি।