বিকেলের আবহাওয়ায় প্রেস মিট
বাইট সোমনাথ দত্ত, ডি ডি জি এম পূর্বাঞ্চল, কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক
সপ্তম দফার ভোটে বৃষ্টি। বৃষ্টি গণনা ও ফল প্রকাশের দিনেও।
জুন মাসের ১,২,৩,৪ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ দিনের বিভিন্ন হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতা।
আজ কাল পরশু উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা। দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। এরমধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
১ এবং ২ জুন উত্তরের এই ৫ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রিমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প দায়ী। সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা। দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী। এই স্থানীয় মেঘপুঞ্জ পরোক্ষে রিমাল দায়ী। কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ।
জুন মাসের ১০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্বল সম্ভাবনা। নির্ভর করছে কেরলে বর্ষা ঠিক কবে ঢুকবে তার ওপর।