আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রতি দু মিনিট মারা যাচ্ছে একজন মহিলা। ভারতীয় মহিলারা সবচেয়ে বিপদে।

By krishna Saha

Published :

Saree-Cancer
WhatsApp Channel Join Now

প্রতি দু মিনিট মারা যাচ্ছে একজন মহিলা। ভারতীয় মহিলারা সবচেয়ে বিপদে।কি এই শাড়ি ক্যানসার।কিভাবে থাবা বসাচ্ছে এই ভয়ঙ্কর ক্যান্সারের বিশ। গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এতদিন গ্যাস্ট্রিক ক্যান্সার ফুসফুস ক্যান্সার, ওরাল ক্যান্সারের কথা শুনেছেন। কিন্তু শাড়ি ক্যান্সারের কথা শুনেছেন কি। বর্তমানে মেয়েদের শরীর কব্জা করছে এই শাড়ির ক্যান্সার। সাবধান থাকুন ভারতীয় মহিলারা। গোটা ভারত ক্যান্সার আক্রান্ত হচ্ছে অগুনতি মহিলা। ভারতীয় নারীদের জাতীয় পোশাক শাড়ি। শাড়ি নাকি নারীদের সম্মান। আর এই শাড়িতে লুকিয়ে রয়েছে মরণ রোগ ক্যান্সার। ইতিমধ্যে বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে এই কর্কট রোগ হু হু করে ছড়িয়ে পড়ছে।আক্রান্ত হচ্ছে বহু মানুষ। এই রোগে আক্রান্ত হয়ে অনেক মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পরিসংখ্যান বলছে প্রতি ১০০ জন মহিলার মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে হুটহাট করে এই রোগ শরীরে বাসা বাধেনা। এর নেপথ্যে গবেষকরা বিশেষ কারণ দেখিয়েছেন। কিন্তু অধিকাংশ মহিলারাই ক্যান্সারের সম্পর্কে জানেন না। আমাদের আজকের প্রতিবেদনের আদ্যোপান্ত। প্রথমেই জানিয়ে রাখি, শাড়ির ক্যান্সার আসলে কি? ক্যান্সারের বিভিন্ন ভেরিয়েন্টের মধ্যে এটি হচ্ছে একটি নতুন ভেরিয়েন্ট। এটি এক প্রকার ত্বকের ক্যান্সার। এই ক্যান্সার সৃষ্টি হয় মেয়েদের চামড়ায়। মেয়েদের শাড়ি পড়া ধরন থেকে এই ক্যান্সার সৃষ্টি হয়। গবেষকদের মতে মেয়েরা পেটিকোটের দড়ি অত্যন্ত জোর দিয়ে বাদে। এর ফলে চামড়া ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মেয়েরা শাড়ি কুচি যেভাবে আঁটোসাঁটো করে পেঁচিয়ে নেয়, তাতে করে কোমরে ঘষা লাগতে শুরু করে।

দীর্ঘক্ষণ এ ভাবে শাড়ি গুঁজে রাখার ফলে ওই জায়গায় ত্বকের সঙ্গে ঘর্ষণ হয়৷ অনেক সময় ছালও উঠে কালো দাগ পড়ে যায়৷ নিজে থেকেই তা ঠিক হয়ে যায়৷ দীর্ঘদিন ধরে এমন ভাবে শাড়ি পরার ফলে ক্যান্সার সৃষ্টি হয়। এ ভাবে বার বার ছাল উঠে যাওয়ার ফলেই চামড়ার ক্ষতি থেকেই ক্যানসারের আতঙ্ক বেড়ে যায়৷ ফলে কোমরের ওই অংশ নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি৷ যেখানে গরম এবং আর্দ্রতা বেশি, সেখানে এই ধরনের ক্যানসারের ঝুঁকি আরও বেড়ে যায়৷ বিহার এবং ঝাড়খণ্ড থেকে শাড়ি পরার কারণে ক্যানসারে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে৷ মেডিক্যাল পরিভাষায় একে squamous cell caricom (scc) বলা হয়৷ ভারতে যত মহিলা ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের মধ্যে প্রায় ১ শতাংশের ক্যানসার হয় শাড়ি পরে থাকার কারণে৷

See also  এক ক্লিকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

মুম্বইয়ের আর এন কুপার হাসপাতালে এই শাড়ি ক্যানসার নিয়ে গবেষণাও হয়েছে৷ যেহেতু ধুতিও শাড়ির মতো করে পরা হয়, তাই ধুতিকেও এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল৷ তবে শাড়ি ক্যানসার নামটি দিয়েছিলেন বম্বে হাসপাতালের চিকিৎসকরা৷ সেখানে ৬৮ বছর বয়সি এক মহিলার এই রোগ ধরা পড়েছিল৷ ওই মহিলা ১৩ বছর বয়স থেকে শাড়ি পরতেন৷ মহিলাদের শাড়ির মতো পুরুষরাও দীর্ঘক্ষণ টাইট জিন্সের প্যান্ট পরে থাকলে তা থেকেও ক্যানসারের ঝুঁকি বাড়ে৷ শুধু শাড়ি বা জিন্স নয়, শরীরের কোনও অংশে খুব টাইট হয়ে আটকে থাকে এমন কোনও জিনিসই দীর্ঘক্ষণ পরে থাকা উচিত নয়৷

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি