চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। কলকাতায় ৩৮ আর পশ্চিমের জেলাতে ৪০ পেরিয়ে যাবে পারদ ! এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়।
উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে।কলকাতায় চলতি সপ্তাহের তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ পেরিয়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।
সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়বে গরম ও অস্বস্তি।একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশও বাড়তে থাকবে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের।