আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারতের কোন রাজ্যের কোন গ্রামে প্রথম সূর্যোদয় হয়? সেই গ্রামটির নাম কী?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতের কোন রাজ্যের কোন গ্রামে প্রথম সূর্যোদয় হয়? সেই গ্রামটির নাম কী? এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে।ভারতে সূর্যোদয় প্রথম দেখা যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ রাজ্যের আনজাও জেলার একটি ছোট গ্রাম ডং আমাদের দেশের প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকে। জেনে নেওয়া যাক এর কারণ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১,২৪০ মিটার উঁচুতে অরুণাচলের অ্যাঞ্জোয় নদী-পাহাড় ঘেরা ছবির মতো গ্রামটির নাম ডং। চিন ও মায়ানমারের মাঝে স্যান্ডউইচ হয়ে গেলেও, তার রূপে কমতি নেই। ব্রহ্মপুত্রের উপনদ লোহিত ও সতীর সংগমস্থল ডং-এর শোভা বৃদ্ধি করেছে।১৯৯৯ সালে প্রথম জানা যায়, ভারতের পূর্বতম এই গ্রামটিতেই দিনের প্রথম সূর্য ওঠে। ক্রমে সেই আলো সরতে সরতে ছড়িয়ে পড়ে অন্যত্র। ডং-এর এই সূর্যোদয় দেখতে পর্যটকদের ৮ কিলোমিটার ট্রেক পাহাড়ের পিছনে থাকা এই গ্রামটিতে পৌঁছতে হয়।

দেশের অন্যান্য জায়গার থেকে এক ঘণ্টা আগে এই ডং গ্রামে সূর্য ওঠে। সূর্যাস্তও তাড়াতাড়ি হয়। শীতকালে এখানে ভোর ৫.৫৪-য় সূর্যোদয় হয়, সূর্য অস্ত যায় বিকেল সাড়ে ৪টেয়। দেশের প্রথম সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের কাছে এই গ্রাম খুবই জনপ্রিয়।

See also  জনতা কার্ফু উপেক্ষা করে করোনা সংক্রমণ থেকে বিশ্ববাসীর মক্তি প্রার্থনায় বসেছিল হরিনাম সংকীর্তনের আশর , বন্ধ করেদিল পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি