আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মা ক্যান্টিনের খাবারের গুণমান পরীক্ষা করতে হঠাৎই মধ্যান্নভোজন সারলেন দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়

By krishna Saha

Published :

মা ক্যান্টিনের খাবারের
WhatsApp Channel Join Now

দুর্গাপুর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডওএ) ও পশ্চিমবঙ্গ সরকারের তত্বাবধানে দুর্গাপুরে ভ্রাম্যমাণ মা’ ক্যান্টিনের পরিষেবা চালু হয়। দুর্গাপুরের দরিদ্র মানুষেরা প্রতিদিন সুলভে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা। ওই ক্যান্টিনে মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার পরিবেশন করা হয়। মাত্র ৫ টাকায় ভাত, ডিম, ডাল, আলুভাজা ও সব্জির বন্দোবস্ত থাকে। প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত পরিষেবা দেওয়া হয়ে থাকে। সময় সকাল ৯ টা থেকে খাবারের কূপন বিলি হয়।


সপ্তাহে শুক্র, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ মা’ ক্যান্টিন থাকে। আর শনি, রবি ও সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিষেবা দেওয়া হয়। প্রতিদিন প্রায় ১০০ জন দরিদ্র মানুষ এই পরিষেবা পেয়ে থাকেন। এদিন দুপুরে চেয়ারপারসন তথা বিদায়ী মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় হঠাৎই সিটিসেন্টার বাসস্ট্যান্ডের ভ্রাম্যমাণ মা’ ক্যান্টিনে হাজির হোন। সঙ্গে পুরসভার আরও ৭ জন কর্মীকে নিয়ে। মা’ ক্যান্টিনে ৫ টাকা দিয়ে কূপন কেটে খাবার খেয়ে দেখেন। খাবারের গুণগত মান নিয়ে তিনি বরাত পাওয়া সংস্থা’র সুনাম করেন। পাশাপাশি এই পরিষেবা দরিদ্র মানুষের জন্য আরও বৃদ্ধি করা যায় কিনা সেখাটাও তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।

See also  ভুল শুধরে নেয়ার কথা বললে, সেটা না হয় আমরা চেষ্টা করে দেখতাম“-এক কলমের খোঁচায় ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল -আক্ষেপ মমতার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি