শহর এলাকাতে টোটো ও অটোচালকদের দৌরাত্বের কথা হামেশাই শোনা যায়।তবে এবার শহর নয় একেবারে গ্রাম অঞ্চল এলাকায় দেখা যাচ্ছে টোটো চালকদের দাদাগিরি।টোটো চালকদের দাদাগিরি ধরা পড়লো পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের শ্রীধর বাজারে। সেহারা অঞ্চলের আউশাড়া গ্রামের বছর ৪৫ এর ইসমতারা বেগমের অভিযোগ তিনি আত্মীয় বাড়ি থেকে আউসাড়া গ্রামে যাবার জন্য শ্রীধর বাজারে আসেন আজ বুধবার সকাল দশটা নাগাদ।
এরপর তিনি তার ছোট নাতনিকে নিয়ে একটি যাত্রীবোঝাই টোটোতে চাপতে গেলে তাকে চাপতে বাধা দেন বেশ কয়েকজন টোটো চালক। জোরপূর্বক ওই মহিলাকে টোটোতে চাপতে বাধা দিয়ে বেশ কয়েকজন টোটো চালকদের পক্ষ থেকে দাবি করা হয়।
ওই টোটো তে চাপা যাবে না। লাইন অনুযায়ী টোটো তে চাপতে হবে এবং যদি তাড়াতাড়ি থাকে তাহলে বেশি টাকা ভাড়া দিয়ে তাদের কাছ থেকে টোটো নিতে হবে।আর তা নাহলে তাদের সময় অনুযায়ী মহিলাকে যেতে হবে।
এই কথা বলে একটি টোটোতে চাপিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট বসিয়ে রাখা হয় ওই মহিলাকে। ঘটনা জানতে পেরে আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাতেই টোটো নিয়ে এবং টোটো ফেলে পালিয়ে যায় বেশ কয়েকজন টোটো চালক
শুনুন ঐ মহিলা কি বলছেন।