আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চলতি মরশুমে রাজ্যের ধান কেনা শুরু হতেই হাসি ফুটেছে গ্রাম বাংলার কৃষকদের মুখে।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


কৃষ্ণ সাহার রিপোর্ট

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতে CPC এর উদ্বোধন করা হলো । সরকারি সহায়ক মূল্যে ধান কেনার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ। কৃষকদের সুবিধার কথা ভেবে ধান কেনার পদ্ধতির আরও সরলীকরণ করা হয়েছে। ইতি মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিপিসি কেন্দ্রে এসে যাতে প্রকৃত চাষীরাই ধান বিক্রি করতে পারেন তার জন্য বিডিও অফিসের অর্ডার অফিসারের তত্ত্বাবধানে চলবে এই ধান কেনা বেচার কার্যক্রম।

এক জন কৃষক মরসুমে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান CPC সেন্টারে বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে। খাদ্য দফতর থেকে জানানো হয়েছে, এত দিন কুইন্টাল পিছু ২০৪০ টাকা দেওয়া হত। এ বার সেই সমপরিমাণ ধানের সহায়ক মূল্য কুইন্টাল পিছু ২১৮৩ টাকা করা হয়েছে। তার সঙ্গেই আরও ২০ টাকা করে বোনাস হিসাবে দেওয়া হবে।


সব মিলিয়ে এ বার কুইন্টাল পিছু ধানের দাম হবে ২২০৩ টাকা করে। এই নির্ধারিত মূল্যে প্রত্যেকটি সিপিসি সেন্টার থেকে ধান ক্রয় করা হবে চাষীদের কাছ থেকে। লোদনা, খণ্ডঘোষ, শাখারী 1 ও 2 এলাকার চাষীদের সুবিধা হবে ধান বিক্রয় করতে। আজ থেকেই ধান কেনা চালু হবে বলে জানালেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ।

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতে CPC এর উদ্বোধন করা হলো । সরকারি সহায়ক মূল্যে ধান কেনার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ। কৃষকদের সুবিধার কথা ভেবে ধান কেনার পদ্ধতির আরও সরলীকরণ করা হয়েছে। ইতি মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিপিসি কেন্দ্রে এসে যাতে প্রকৃত চাষীরাই ধান বিক্রি করতে পারেন তার জন্য বিডিও অফিসের অর্ডার অফিসারের তত্ত্বাবধানে চলবে এই ধান কেনা বেচার কার্যক্রম।এক জন কৃষক মরসুমে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান CPC সেন্টারে বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে।


খাদ্য দফতর থেকে জানানো হয়েছে, এত দিন কুইন্টাল পিছু ২০৪০ টাকা দেওয়া হত। এ বার সেই সমপরিমাণ ধানের সহায়ক মূল্য কুইন্টাল পিছু ২১৮৩ টাকা করা হয়েছে। তার সঙ্গেই আরও ২০ টাকা করে বোনাস হিসাবে দেওয়া হবে। সব মিলিয়ে এ বার কুইন্টাল পিছু ধানের দাম হবে ২২০৩ টাকা করে। এই নির্ধারিত মূল্যে প্রত্যেকটি সিপিসি সেন্টার থেকে ধান ক্রয় করা হবে চাষীদের কাছ থেকে।লোদনা, খণ্ডঘোষ, শাখারী 1 ও 2 এলাকার চাষীদের সুবিধা হবে ধান বিক্রয় করতে। আজ থেকেই ধান কেনা চালু হবে বলে জানালেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ।উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত প্রধান মালতি সাঁতরা,উপ প্রধান সেখ হাসানুজ্জামান,সিপিসি তত্ত্বাবধায়ক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী এবং সেখ মইনুদ্দিন ,সকল পঞ্চায়েত সদস্য, সহ অফিসের সকল স্টাফ।

See also  ধান উৎপন্ন হলেও কাঁদছে কৃষক, অথচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে চালের দাম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি