কৃষ্ণ সাহা ,রায়না
মিশন নির্মল গ্রাম কর্মসূচি পালন করতে মিরেপোতা বাজারের দোকানে দোকানে ঘুরলেন আশা কর্মীরা। প্রত্যেকটি দোকানে গিয়ে দোকানদারদের প্লাস্টিক ব্যবহারে নিষেধ করা হয়। শুধু তাই নয় ব্যবহৃত প্লাস্টিক যাতে যত্র তত্র ফেলা না হয় তার জন্য সচেতন করা হয় সকলকেই। ব্যবহৃত প্লাস্টিক ডাস্টবিনে ফেলা এবং তারপর যাতে পুড়িয়ে দেওয়া হয় সেটাও আশেপাশের মানুষদের বোঝান তারা।। একথা জানান সেহারা গ্রাম পঞ্চায়েতের সদস্য সমীর কুমার সাঁই।
প্রসঙ্গত ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর মতো ‘মিশন নির্মল বাংলা’র আওতায় নির্মল মিশন গ্রাম প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যেই শুরু হয় ‘মিশন নির্মল গ্রাম’। প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল স্বচ্ছ বাংলা গড়ে তোলা। বিশেষত গ্রাম বাংলায় উন্মুক্ত স্থানে মলমুত্র ত্যাগ করার প্রবণতা বন্ধ করাই এই ‘মিশন নির্মল বাংলা’র লক্ষ্য।
যেসব জায়গায় সেখানে শৌচাগার নির্মাণের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য জোর কদমে প্রচার চলছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মিশন নির্মল বাংলার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। ময়লা মুক্ত স্বচ্ছ পরিবেশ গড়ে তোলাই উদ্দেশ্য রাজ্য সরকারের। এদিন মিশন নির্মল গ্রাম কর্মসূচি পালনে মিরেপোতা বাজারে আশা কর্মীদের সঙ্গে যোগদান করেন আইসিডিএস কর্মীরাও। এ কথা জানিয়েছেন আশা কর্মী মিতা দত্ত।