আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন ও বস্ত্র বিতরণ কর্মসূচি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা (খণ্ডঘোষ) :- মহা ষষ্ঠীর দিনে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে সগড়াই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো সেহারাবাজারে। ইতিপূর্বে ছোট জায়গার উপর এই দলীয় কার্যালয় ছিল। বর্তমানে স্থান পরিবর্তন করে, আগের দলীয় কার্যালয়ের তুলনায় একটু বড় আকারে তৈরি করা হয়েছে দলীয় কার্যালয়টি। আর আজ দুর্গা পুজোর মহাষষ্ঠীর শুভ দিনে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করা হলো।।

 

শুধু তাই নয়, দলীয় কার্যালয় উদ্বোধন পাশাপাশি আজ মহাষষ্ঠীর শুভ দিনে প্রায় 200 জন দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগ গ্রহণ করেন সগড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অসীম দে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়,  খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু পাল, শিক্ষক নেতা তথা খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, সগড়াই অঞ্চলের প্রধান দেবযানী রায়, উপ প্রধান মির্জা জাকির হোসেন সহ, ব্লকের তৃণমূল কংগ্রেসের সামনের সারির নেতৃত্ববৃন্দ। একথা জানান খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম।

See also  শহরের বুকে কাটা হচ্ছে বড় বড় গাছ। কাঠগড়ায় বিষ্ণুপুর পুরসভা। গাছ কাটার কোন অনুমতি নেওয়া হয়নি দাবি বনদফতরের। নিয়ম মেনেই কাটা হয়েছে দাবি পুরসভা কর্তৃপক্ষের।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি