আজ ২৬শে সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সারা রাজ্য জুড়ে পালিত হলো জাতীয় শিক্ষক দিবস।
বাংলা পক্ষ ভারতের বাঙালি জাতীয় সংগঠনের পক্ষ থেকে ২৪টি সাংগঠনিক জেলায় মহা সমারহে পালিত হলো জাতীয় শিক্ষক দিবস।
এই দিন পূর্ব বর্ধমান জেলায় পাহাড়হাটি গোলাপমনি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানীয় শিক্ষক চিন্ময় দাসকে “বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান-১৪৩০” তুলে দেওয়া হল পূর্ব বর্ধমান বাংলা পক্ষ সংগঠনিক জেলার পক্ষ থেকে।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান বাংলা পক্ষ সংগঠনের জেলা সম্পাদক অসিত সাহা জেলা কমিটির সদস্য সুলতান সরকার ও জেলা সংগঠনের সহযোদ্ধারা।
চিন্ময় বাবু তার শিক্ষক জীবনে অর্থের অভাবে পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য বহু ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান।
তার এই কর্মের কারণে ছাত্রছাত্রীদের কাছে হয়ে উঠেছেন স্কলারশীপ স্যার।
তাঁর বক্তব্য তিনি যে কাজটি করে আসছেন তা প্রতিটি শিক্ষকের মৌলিক কর্তব্য প্রতিটি শিক্ষক যদি একজন দুস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান এবং তাদের দায়িত্ব নেন তাহলে অর্থের অভাবে কোন ছাত্র-ছাত্রীর পড়াশোনা বন্ধ হবে না। তারা সকলে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং এতে সমাজের মঙ্গল হবে।
তিনি প্রত্যেকটি শিক্ষক- শিক্ষিকাদের নিকট এই আবেদন করেছেন।
তার সাহায্যে অনেক ছাত্র-ছাত্রী আজকের সমাজে শিক্ষক, ডাক্তার , ইঞ্জিনিয়ার, WBCS অফিসার, IAS অফিসার হয়েছেন।
পূর্ব বর্ধমান বাংলা পক্ষের সম্পাদক অসিত সাহা বলেছেন তিনি আমাদের আদর্শ শিক্ষক তার এই কাজকেই সমাজের সামনে তুলে ধরাই একমাত্র আমাদের লক্ষ্য। আমাদের সমাজের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক, সকলের আদর্শ হয়ে উঠুক স্কলারশীপ স্যার।