আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কবে প্রকাশ হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কবে প্রকাশ হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল? আগামী সপ্তাহের শুরুতেই দিন ঘোষণার সম্ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের তরফে। ইতিমধ্যেই ফলাফল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, মে মাসের তৃতীয় সপ্তাহেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। ১৫, ১৬ বা ১৭ মে-র মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই এই তিনটি সম্ভাবনার তারিখ জানিয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রস্তাব পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে।

 

এখন শেষ মুহূর্তের কাজ চলছে। মূলত মূল্যায়নের পর নিয়ে যে সমস্ত উত্তরপত্র নিয়ে সংশয় রয়েছে, তারই শেষ পর্যায়ে মূল্যায়নের কাজ চলছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে তৃতীয় সপ্তাহের মধ্যেই ফলপ্রকাশ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে পর্ষদ। ইতিমধ্যেই অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজও শেষ হয়েছে।প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ মে মাসের চতুর্থ সপ্তাহেই করা হবে বলে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন। সেই মর্মে প্রস্তুতি ও নিতে শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৮০ শতাংশের বেশি নম্বরও জমা পড়ে গিয়েছে, উত্তরপত্র মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে জমা পড়েছে বলেও জানা গিয়েছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই যাতে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায় তা নিয়ে এ বার তড়িঘড়ি পদক্ষেপ করতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

 

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করে এ বার বিশেষভাবে সতর্ক মূলক ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত ৪ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়েছে এ বারের মাধ্যমিক। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষত যেখান থেকে পরীক্ষার্থীরা ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্ন পত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসানো হয়। বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রেই সেই নির্দেশ কার্যকর হয় বলেই পর্ষদের দাবি।অন্যদিকে, অ্যাপের মাধ্যমেও এবার বিশেষভাবে নজরদারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

See also  Agriculture Development Office/ভূমি রাজস্ব অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে 22,500 টাকা।

 

অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন দেওয়া হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে কোনও বিশৃঙ্খলা হল কিনা বা পরীক্ষা কেন্দ্রগুলি থেকে কোনও অভিযোগ আসছে কিনা, তার যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে সরাসরি জানানোর ব্যবস্থা ছিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে। নজরদারির জন্য প্রত্যেক জেলাতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন।

 

 

গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এ বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে যেতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন না, এই মর্মে পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা দিয়েছিল পর্ষদ। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট স্থগিত রাখার কড়া নির্দেশ ছিল পর্ষদের। উপ-নির্বাচনের জন্য ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা ১ মার্চ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি