খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট
চলাচলের রাস্তায় জমে থাকা কাদায় চাকা পিছলে রাস্তার পাশে জমিতে উল্টে গেল অ্যাম্বুলেন্স । শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার অন্তর্গত বেরুগ্ৰাম মনসাতলা এলাকায়।এই দুর্ঘটনার জেরে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন অ্যাম্বুলেন্স এর চালক । এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার সকালে অ্যাম্বুলেন্স টি খণ্ডঘোষের দিক থেকে বেরুগ্ৰাম বাদুলিয়া রোডের উপর দিয়ে উখরিদের দিকে যাচ্ছিলো কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় অ্যাম্বুলেন্স এর ভিতরে চালক একাই ছিলেন বলে জানা যায়।
এই সময় পুরোদমে মাঠ থেকে ধান তোলার কাজ চলছে, আর সেই জন্যই হার্ভেস্টার বা ট্রাক্টরের চাকায় মাঠের মাটি উঠে আসছে পিচ রাস্তার উপর ধান বহনের সময়। তার উপর বৃষ্টির ফলে পিছল হয়ে যাচ্ছে রাস্তা।সেই পরিস্থিতির জন্যই ঘটছে এই বিপত্তিকর ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খন্ডঘোষ থানার পুলিশ। উদ্ধার করা হয় উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স টিকে।।