দামিনী
আমার জীবনে আর এক শ্রদ্ধার মানুষ জয় ভট্টাচার্য্য । যার সামাজিক কাজকর্ম গুলো বড্ড লুকোনো। এক আলোআঁধারি বিরল ব্যক্তিত্বের অধিকারী জয়। মানুষ হিসেবে সর্বোপরি বন্ধু হিসেবে খুব ভালো একজন মানুষ । লেখক হিসেবেও পাঠকের মনে জেঁকে বসে আছে জয় ।অসহায় মানুষদের পাশে থাকা , পড়িমরি করে রুগীর জন্য রক্ত জোগাড় করা বা প্রয়োজনে নিজের শরীরের রক্তই রুগীকে দেওয়া ।
এসব যত বলবো কম বলা হবে ।তবে জয়ের যে কাজটা আমায় মুগ্ধ করে সেটা হলো কার্তিক পুজোর আগের দিন জয় প্রতিটা নবদম্পতির বাড়িতে রাতের বেলা শুধুই কার্তিক নয়, কার্তিকের সঙ্গে একটি লক্ষ্মী প্রতিমাও রেখে আসে । যে কাজটা খুব কম মানুষকেই সাহস নিয়ে করতে দেখেছি । তার মতে নবদম্পতির ঘরে শুধু কার্তিক কেনো ?,
লক্ষ্মীও আসতে পারে। তাই কার্তিক আর লক্ষ্মী এক সাথেই বিরাজ করুক নবদম্পতির কোল জুড়ে । প্রথাগত সমাজের চলতি নিয়ম ভাঙা ছেলে জয় । এই মানসিকতা নিয়েই সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে লেখক জয় ভট্টাচার্য্য।
বিরল ভাবনা চিন্তা আর সুন্দর মানবিকতার জন্যই জয়ের জয় । 💛💛