আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৬ শিশুর মৃত্যু বাড়ছে ‘ভাইরাস’ আতঙ্ক, আতঙ্ক ক্রমশ বাড়াচ্ছে রাজ্যজুড়ে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অ্যাডিনো ভাইরাস আতঙ্ক ক্রমশ বাড়াচ্ছে রাজ্যজুড়ে শিশুমৃত্যু। গতকাল রাত ন’টা থেকে আজ ফুলবাগান বি সি রায় শিশু হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়াজনিত উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের মধ্যেও।মৃত্যু হয়েছে নদিয়া রানাঘাটের বাসিন্দা নয় মাসের শিশুপুত্রের। পরিবারের দাবি অ্যাডিনো আক্রান্ত ছিল ওই শিশু। গত ৫ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি।

 

গতকাল রাত ১ টা নাগাদ মৃত্যু হয়েছে তার।অন্যদিকে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা ২১ মাসের এক শিশুকন্যারও মৃত্যু হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট-সহ এডিনোভাইরাস উপসর্গ নিয়ে প্রথমে বারাসত হাসপাতাল পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় তাকে। গত ১৫ মার্চ থেকে বি সি রায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল ওই শিশুটি।একই উপসর্গে মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বাসিন্দা ১১ মাসের শিশু পুত্রের। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া নিয়ে প্রায় ৪ দিন ধরে এইচ ডি ইউ তে ভর্তি ছিল ১১ মাসের ওই শিশু।বি সি রায় হাসপাতালে উত্তর ২৪ পরগনার বনগাঁ চাঁদপাড়ার বাসিন্দা সাড়ে চার মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে এই একইভাবে।

 

এরও জ্বর,শ্বাসকষ্ট ছিল। জন্মের পরই নানাবিধ শারীরিক সমস্যা ছিল, আইসিইউ তে বাচ্চাটি ছিল গত ৬ দিন ধরে।উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা দেড় বছরের শিশুপুত্র,৬ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিল,জ্বর,খিঁচুনি,শ্বাসকষ্ট ছিল শিশুটির। ,স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে ৪ দিন আগে খুবই আশঙ্কাজনক অবস্থায় বি সি রায়-এর আইসিইউতে ভর্তি করা হয় শিশুটিকে। তাকেও বাঁচানো যায়নি। উত্তর ২৪ পরগনার বড় জাগুলিয়ার বাসিন্দা তিন বছরের শিশুপুত্ররও মৃত্যু হয়েছে একাধিক একই উপসর্গে। শিশুটি এডিনো ভাইরাসে আক্রান্ত ছিল বলে দাবি পরিবারের।

See also  করোনা চিকিৎসায় ১০ লক্ষ টাকা দিলেন জামালপুরের বাম বিধায়ক সমর হাজরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি