আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২৪ ঘন্টার ব্যবধানে বর্ধমান মেডিকেলে ৯ প্রসূতির ৯ জোড়া জমজ শিশুর জন্ম: বিরল ঘটনা

By Pradip Chatterjee

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টার মধ্যে ৯ জন প্রসূতির ৯ জোড়া জমজ সন্তানের জন্মের ঘটনা এক বিরল দৃষ্টান্ত তৈরি করেছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় এই কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন হয়। প্রসূতি ও সদ্যজাত শিশু সকলেই সুস্থ আছেন।

বিরল ঘটনা: ২৪ ঘন্টার ব্যবধানে ১৮টি জমজ শিশুর জন্ম

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা একযোগে ১৮টি জমজ শিশুর প্রসব করানোর বিরল দৃষ্টান্ত তৈরি করেছেন। হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, ৯ জন প্রসূতির মধ্যে ১১ জন কন্যাসন্তান এবং ৭ জন পুত্রসন্তানের জন্ম হয়েছে। জন্মের পরে কিছু শিশুকে এনআইসিইউ-তে রাখা হলেও সকলেই সুস্থ আছে।

চিকিৎসকদের বক্তব্য

প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকারের মতে, রেফারেল হাসপাতাল হিসেবে এখানে ঝুঁকিপূর্ণ প্রসব বেশি হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ৮০ জন প্রসূতির মধ্যে একজনের জমজ সন্তান জন্মানোর সম্ভাবনা থাকে। এই ঘটনায় প্রায় সব প্রসব সিজারিয়ান পদ্ধতিতে করা হয়। ডাক্তারবাবুরা, নার্স এবং জুনিয়র কর্মীরা মিলে দক্ষতার সাথে চাপ সামলেছেন।

প্রসূতিদের অভিজ্ঞতা ও মন্তব্য

প্রসূতি কৃষ্ণা নায়েক জানিয়েছেন, তার দুই কন্যাসন্তানের নাম রেখেছেন ‘লক্ষ্মী’ এবং ‘সরস্বতী’। অপর এক আত্মীয় জানান, বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থাপনা অত্যন্ত আন্তরিক এবং নির্ভরযোগ্য। পরিবারের সদস্যদের মতে, জমজ সন্তানের জন্ম নিয়ে চিন্তায় থাকলেও ডাক্তারবাবুরা সাহস যুগিয়েছেন।

শিশুদের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা

জমজ শিশুরা ২ কেজি থেকে ২.২ কেজি ওজনে জন্মগ্রহণ করেছে। চারজন শিশুর ওজন তুলনামূলক কম থাকায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের স্বাস্থ্য উন্নতির পথে।

লক্ষ্মী পুজোতে বিশেষ মুহূর্ত

লক্ষ্মী পুজোর তিথিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জমজ সন্তানদের জন্ম সত্যিই একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে। পরিবার ও আত্মীয়রা এই শুভক্ষণে আনন্দিত এবং সন্তুষ্ট।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এই ঐতিহাসিক ঘটনা চিকিৎসা জগতের একটি মাইলফলক। হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে এই বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে এমন সাফল্য ভবিষ্যতে আরও সম্ভাবনা তৈরি করবে।

See also  পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হরিপালে

Pradip Chatterjee

Senior Reporter Jamalpur, Purba Bardhaman. প্রদীপ চ্যাটার্জী কৃষকসেতু নিউজ বাংলার সিনিয়র কনটেন্ট রাইটার। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত।