সিভিক ভলেন্টিয়ারদের জন্য কল্পতরু হয়ে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক দের জন্য রাজ্য সরকারের তরফে একসঙ্গে ৬-৬ টি সুবিধা ঘোষণা করা হয়েছে। আর এতেই খুশির মহল তৈরী হয়েছে সকল সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। সিভিক দের জন্য যে সকল ঘোষণা করা হয়েছে তার মধ্যে ১) বেতন বৃদ্ধি : আগে তারা ৯ হাজার টাকা বেতন পেতেন এখন পাবেন ১০ হাজার টাকা। এপ্রিল মাস থেকে শুরু হবে নতুন বেতন কাঠামো।
২) অ্যাড হক বোনাস : পাকাপাকিভাবে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস ৫৩০০ টাকা করা হয়েছে। ৩) সংরক্ষণ বৃদ্ধি : সিভিক ভলেন্টিয়ার থেকে রাজ্য পুলিশে যোগ দেওয়ার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের সংরক্ষণ বৃদ্ধি ১০% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছে।
৪) সিভিক ভলেন্টিয়ারদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা। ৫) অবসরকালীন আর্থিক সাহায্য ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ ৬ লক্ষ করা হয়েছে। ৬) মহিলা সিভিক কর্মীদের অন্যত্র বদলি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।