আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৩ দেশে ৫৪টি ম্যাচ, ঘোষণা ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু, ফাইনাল কোথায় হবে?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০২৭ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের মূল আয়োজন হবে দক্ষিণ আফ্রিকায়। তবে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, আরও দুটি দেশ এই বিশ্বকাপের ম্যাচ হোস্ট করবে। মোট ম্যাচ সংখ্যা ও দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থা।

মোট ৫৪টি ম্যাচ হবে ২০২৭-র বিশ্বকাপে। এর মধ্যে ৪৪টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, কেবেরহা, ব্লোয়েমফোনটেন, ইস্ট লন্ডন ও পার্লে। অন্যদিকে, জিম্বাবোয়ে হবে ৫টি ম্যাচ এবং নামিবিয়াতেও ৫টি ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সংস্থার প্রধান রিহান রিচার্ডস বলছেন, “২৪ বছর পর আইসিসির ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট আফ্রিকার মাটিতে ফিরছে। ২০২৭-র বিশ্বকাপকে আমরা ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করে রাখতে চাই। যা আফ্রিকার প্রতিনিধিত্ব করার পাশাপাশি গোটা বিশ্বের কাছে ছড়িয়ে যাবে।”

বিশ্বকাপ আয়োজনের জন্য তিন দেশের যৌথ একটি কমিটিও গঠিত হয়েছে। এর চেয়ারম্যান হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিকল্পনা রয়েছে, বিশ্বকাপকে আমাদের দেশের মুখ করে তোলা। দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তুলে ধরা। প্লেয়ার ও সমর্থকদের আমরা এমন অভিজ্ঞতার সাক্ষী করতে চাই, যা তারা কোনও দিন ভুলবেন না।” দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের লক্ষ্য বিশ্বকাপের মাধ্যমে আফ্রিকা মহাদেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরা।

See also  আরামবাগের কালিপুর মোড়ে দুই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-১

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি