পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর গ্ৰামে এক অনন্য ঐতিহ্যের সাক্ষী রায় পরিবারের দূর্গাপূজা। গ্ৰামের বিভিন্ন পাড়ায় যখন দেবী দুর্গার প্রতিমা পুজো হয়, তখন রায় বাড়িতে হয়ে থাকে নবপত্রিকার পুজো। এই পুজো প্রায় ৫০০ বছরের পুরোনো।
আগে রায় বাড়িতে দুর্গা প্রতিমার পুজো হতো। তবে এক অদ্ভুত ঘটনার পর থেকে সেই মূর্তি পুজো বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক সময় দুর্গা মন্দিরে পরিবারের এক মহিলা শুয়ে ছিলেন। হঠাৎই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই বিসর্জনের দিন প্রতিমা গ্রামের একটি পুকুরে ভাসিয়ে দিয়ে মূর্তি পুজো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বেশ কিছু বছর আগে বাড়ির সদস্যরা উদ্যোগ নিয়ে প্রতিমা পুজোর পরিবর্তে শুরু করেন নবপত্রিকার পুজো। পুকুর থেকে ঘটে করে জল এনে মন্দিরে রেখে, নিয়ম-নীতি মেনেই মা দুর্গার চারদিন ধরে চলে এই আচার।
আজও সেই প্রাচীন নিয়ম মেনে পুজোর দিনগুলোতে রায় পরিবারের সদস্যরা আনন্দ-উৎসবে মাতেন। প্রতিমা নয়, কিন্তু নবপত্রিকাকেই মাতৃরূপে পূজা করা হয় এখানকার দুর্গোৎসবে।








