মীর ওজল ( খন্ডঘোষ ) :- খন্ডঘোষ থানার পুলিশ রাতের অন্ধকারে খন্ডঘোষের বারিশালি এবং নাড়িচা গ্রামে চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে 100 লিটার চোলাই মদ চার জন চোলাই কাড়বারি কে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে জানা যায় ওই অভিযুক্তরা বেশ কিছু দিন ধরে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে চালাচ্ছি চোলাই মদের আসর,গতকাল রাতে চোলাই মদ সহ তাদের গ্রেফতার করা হয় এবং আজ তাদের বর্ধমান আদালতে পাঠানো হচ্ছে।