উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রথের মধ্যে দিয়ে বাঙালির সেরা উৎসব দূর্গাপুজোর সূচনা হয়ে গেল।হাতে আর কিছু দিন বাকি।শনিবার উল্টোরথের রাতে জয়নগর চন্ডীতলা সার্বজনীন দূর্গাপুজো কমিটির উদ্যোগে জয়চন্ডীতলায় ৩২ তম বর্ষের খুটি পুজোর সূচনা হলো।


এদিন এই সূচনা পর্বে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, নাট্যকার কিশলয় বসু,পুজো কমিটির সম্পাদক চন্দন চ্যাটার্জী সহ আরো অনেকে।এদিন ধর্মীয় রীতি মেনে এই খুটি পুজো করা হয়। এব্যাপারে পুজো কমিটির সম্পাদক চন্দন চ্যাটার্জী বলেন, প্রতিবছর আমরা নতুন আঙ্গিকে পরিবেশন করি।

এবছর আমাদের থিম রাঢ বাংলার থেকে উঠে আসা রুপ পরিব্রজ্যা।আমরা এবছর থিম সং রেখেছি। আরও কিছু আকর্ষণ থাকবে এবছর।আমরা চাই আপনারা আসুন। নতুন কিছু দেখুন এই পুজো মন্ডপে।