মাত্র ১ টাকায় তিন মাসের Jiohotstar প্রিমিয়াম! শুনলে অবাক লাগতেই পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট দেখে অনেকেই দাবি করেছেন — তারা নাকি এই অফার পাচ্ছেন। যদিও এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি।
ঠিক কী চলছে? সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে — Jiohotstar–এর ৩ মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন মাত্র ১ টাকায় অ্যাক্টিভেট করা যাচ্ছে। অথচ এই প্ল্যানের আসল দাম ৪৯৯ টাকা। প্রথম এক মাস মাত্র ১ টাকা খরচেই সব সিনেমা ও সিরিজ দেখা যাবে। ওই সময় একধরনের ট্রায়াল পিরিয়ড। এরপর ৩০ দিন পর আপনার ব্যাংক/কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে ৪৯৯ টাকা। ১ বছরের প্ল্যান নিলে একইভাবে ট্রায়াল শেষে দিতে হবে ১৪৯৯ টাকা।

এটাও স্পষ্ট নয় যে শুধুমাত্র জিও সিম ব্যবহারকারীরাই এটা পাবেন কি না। সম্ভবত যে কোনও নেটওয়ার্কের গ্রাহকই এই বেনিফিট পেতে পারেন।
নিজের জন্য অফার পাওয়া যাচ্ছে কিনা — চেক করার ধাপ
১) ফোনে Jiohotstar অ্যাপ ইনস্টল করুন
২) নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন
→ যেই নম্বর আগে থেকেই Jiohotstar–এ লগ ইন করা ছিল — সেটা ব্যবহার করবেন না
৩) এবার My Space অপশনে যান
৪) তারপর Subscribe Plan–এ ক্লিক করুন
৫) সেখানে ১ টাকা অফার দেখা গেলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ রয়েছে
৬) থাকলে সরাসরি সাবস্ক্রাইব করে নিতে পারেন
→ তবে মনে রাখবেন — ৩০ দিন পর অটো ডেবিটে পুরো টাকাই কেটে নেওয়া হবে












