আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২০২৫ এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত, ১৪ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০২৫ এশিয়া কাপের চূড়ান্ত দিনক্ষণ প্রকাশ্যে এল। দীর্ঘদিন ধরেই এই টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা চলছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানালেন এসিসি’র প্রেসিডেন্ট মহসিন নকভি।

তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি সংযুক্ত আরব আমিরশাহিতে পুরুষদের ২০২৫-র এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই সম্মানীয় প্রতিযোগিতা ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ ক্রিকেট দেখার জন্য মুখিয়ে আছি। বিস্তারিত সূচি খুব শীঘ্রই জানানো হবে।’ এরপরই প্রকাশ পায় পুরো সূচি। জানা গিয়েছে, ১৪ সেপ্টেম্বর মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের আবহে এই ম্যাচ আদৌ হবে কি না, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শুরুতে জানা গিয়েছিল, ঢাকায় ২৪ জুলাই নির্ধারিত এসিসি-র বৈঠকে উপস্থিত থাকতে চায়নি বিসিসিআই। পরে অবশ্য ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দেয় ভারতীয় বোর্ডের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এসিসি প্রেসিডেন্ট বলেন, “কাউন্সিলের ২৫টি দেশই বৈঠকে যোগ দিয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয়।” এরপরই তিনি জানান টুর্নামেন্টের সূচি।

সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছিল, এবং সেই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। ফলে এবার ঘোষিত সূচি অনুযায়ী ম্যাচ হবে কি না, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

গ্রুপ বিভাজন:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং

পূর্ণাঙ্গ সময়সূচি:
গ্রুপ পর্ব
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর (শুক্রবার): পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর (শনিবার): বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর (সোমবার): শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর (বুধবার): পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান

See also  পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার অন্তর্গত গোতান জিপিতে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচারে বেরোলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শম্পা ধারা

সুপার ৪
২০ সেপ্টেম্বর (শনিবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২১ সেপ্টেম্বর (রবিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৪ সেপ্টেম্বর (বুধবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৬ সেপ্টেম্বর (শুক্রবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১

ফাইনাল
২৮ সেপ্টেম্বর (রবিবার)

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি