আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১৬০ বছরের ঐতিহ্যবাহী ব্রহ্মা পুজো: আগুন থেকে মুক্তির আশায় উচালনের তামলিপাড়ার বিশেষ আয়োজন।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

১৬০ বছরের ঐতিহ্যবাহী ব্রহ্মা পুজো: আগুন থেকে মুক্তির আশায় উচালনের তামলিপাড়ার বিশেষ আয়োজন।পূর্ব বর্ধমানের উচালনের দীঘির পাড়ে অবস্থিত তামলিপাড়া, যা বাজারপাড়া নামেও পরিচিত। এই অঞ্চলের মানুষজন প্রায় ১৬০ বছর আগে গ্রীষ্মের দাবদাহে ঘন ঘন অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে এক বিশেষ পুজোর প্রচলন করেন, যার নাম ব্রহ্মা পুজো।

স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, পুরাণ অনুযায়ী সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে একত্রে পুজো করলে অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেই বিশ্বাস থেকেই তামলি সম্প্রদায়ের উদ্যোগে শুরু হয় এই ব্রহ্মা পুজো।প্রতি বছরের মতো এবছরও এই পুজো উপলক্ষে উচালন তামলিপাড়া থেকে এক পদযাত্রার মাধ্যমে ঘট উত্তোলন করা হয়।

সারাদিন ধরে চলে বিশেষ পূজা-অর্চনা ও হোমযজ্ঞ। এই পুজোর অন্যতম আকর্ষণ হলো প্রায় ৪০০০ মানুষকে অন্ন ভোগ খাওয়ানো। উদ্যোক্তারা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে জাঁকজমকপূর্ণভাবে এই পুজো অনুষ্ঠিত হবে।
তামলিপাড়ার বাসিন্দা উৎপল দত্ত জানান, এই পুজো তাদের কাছে দুর্গাপুজোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

এই সময় আত্মীয়-স্বজনে ভরে ওঠে প্রতিটি বাড়ি। দূর-দূরান্ত থেকে মানুষজন এই পুজোয় যোগ দিতে গ্রামে ফিরে আসেন।এই ব্রহ্মা পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি তামলিপাড়ার মানুষের ঐক্য ও ঐতিহ্যের প্রতীক

See also  আউশগ্রামে অভিনব ভাবে শোভাযাত্রা মাধ্যেমে প্রতিমা বিসর্জন করা হল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি