পূর্ব বর্ধমানের মেমারির গন্তার মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবোঝাই বাসের সাথে ডাম্পারের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহত হন অন্তত ১৬ জন যাত্রী।
স্থানীয়রা ও পুলিশ মিলে তাঁদের মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের বর্ধমান সদর হাসপাতালে রেফার করা হয়েছে। গুরুতরদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন, যার মধ্যে একজন মহিলা গর্ভবতী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সামনের ডাম্পারটি হঠাৎ ব্রেক করলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, বাসটি আটক হলেও ড্রাইভার ও খালাসি পলাতক। ডাম্পারটিকে এখনো আটক করা যায়নি।








