আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লাভপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু ১, অভিযোগের তীর উপপ্রধান-সহ ব্লক নেতার দিকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কার্তিক ভান্ডারী, বীরভূম: গত বুধবার ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তপ্ত বীরভূমের লাভপুরের কুসুমগরিয়া গ্রাম। দুই পক্ষের আহত প্রায় ৬জন তার মধ্যে ২ জন আশঙ্কা হয়। তার মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়। মৃতের নাম আব্দুর রহমান মল্লিক বয়স ৫৫। জানা গেছে, এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৃণমূলের দুই গোষ্ঠী সাগর শেখ ও পটল মল্লিকের মধ্যে চলছে বিবাদ। অভিযোগ, মঙ্গলবার সাগর গোষ্ঠীর লোকের ধানের জমিতে ছাগলে ধান খায় পটল মল্লিকের গোষ্ঠীর লোকজনের ছাগলে।

ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠী শুরু হয় কথা কাটাকাটি তারপর হাতাহাতি। রাত্রে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলেও বুধবার সকালে ফের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় দুই গোষ্ঠীর ৬ জন আহত হয়। দুজনের অবস্থা আশঙ্কার জন্য থাকায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে তাদের মধ্যে একজন আব্দুর রহিম মল্লিক এর মৃত্যু হয় সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে বলে অভিযোগ।

মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের ছড়ায় এলাকায়। সংঘর্ষের ঘটনার পর থমথমে এলাকা গ্রামে রয়েছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামের নিয়ে আসা হবে বলে জানা গেছে। দুই পক্ষের মোট ৭ জন কে গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ।

মৃত্যুর পরিবারের অভিযোগ, ছাগলে ধান খেয়েছিল আর তাই বলার কারণে বাস লাঠি দিয়ে ফেলে মারধর করে তৃণমূল নেতা আব্দুল মান্নান ঘনিষ্ঠ চোহাট্টা মহাদর এক নাম্বার পঞ্চায়েতের উপপধান পটল মল্লিক, তার ছেলে কিরন মল্লিক ও লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিরন মল্লিক সহ তার দলবলের বিরুদ্ধে। সমস্ত ঘটনা মূল চক্রটি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আব্দুল মান্নান বলে অভিযোগ।

See also  একঝলকে দেখে নিন পূর্ব বর্ধমান জেলার করোনা পজিটিভের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি