রাজ্যে মিলল বিরাট সম্ভাবনার ইঙ্গিত। উত্তর ২৪ পরগণার কাঁকপুল এবং নদিয়ার রানাঘাটে আবিষ্কৃত হল প্রচুর পরিমাণে জ্বালানি ভাণ্ডার। যার সম্ভাব্য আর্থিক মূল্য ধরা হচ্ছে প্রায় ৪১,০৭০ কোটি টাকা।
জানা গিয়েছে, দুটি নতুন তেল ও গ্যাস ব্লকের সন্ধান মিলেছে, যেগুলির মধ্যে থেকে আনুমানিক ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য জ্বালানি শক্তি পাওয়া যাবে। এই আবিষ্কার হয়েছে WB-ONN-2005/4 নম্বর ব্লকে, যা পরিচালনা করছে ONGC।

গত ২১ জুলাই, রাজ্যসভায় সাংসদ শমীক ভট্টাচার্য্য একটি প্রশ্ন তুলেছিলেন রাজ্যের জ্বালানি সম্ভার নিয়ে। তার জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক যে তথ্য দেয়, তাতেই উঠে আসে এই গুরুত্বপূর্ণ তথ্য।
এই বিপুল শক্তি ভাণ্ডার ভবিষ্যতে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে দেশের সামগ্রিক জ্বালানি সংস্থানেও তা নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।