আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সেহারাবাজার ( সেখ সফি কামাল ) :- শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনে।জাতীয় সঙ্গীতের মাধ্যমে আন্তর্জাতিক ভাষা দিবস অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কেরাতপাঠ ও কবিতা আবৃত্তি করেন মিশনের ছাত্ররা।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান ছন্দমের প্রিন্সিপাল মেহবুব হাসান, বাংলা দেশ থেকে আগত  বর্ধমান ইউনিভার্সিটির ইন্টার নাশানাল  স্টুডেন্ট আসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের সভাপতি বদরুল আলম,মি‌শনের সম্পাদক সফিকুল ইসলাম, সেহারবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক আশরফ আলি,প্রধান শিক্ষক মহঃ সেলিম সহ মিশনের সকল শিক্ষক এবং ছাত্ররা। 
মিশনে আগত অতিথি ও মিশনের শিক্ষকগন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে মিশনের ছাত্রদের কাছে বিস্তারিত আলোচনা করেন। মিশনে আগত অতিথিদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি দুই সাংবাদিকে সংবর্ধনা দেওয়া হয় মিশনের পক্ষ থেকে।

See also  দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে জলস্ফীতি, পূর্ব বর্ধমানে দেবখালের জলে ভেঙে গেল অস্থায়ী রাস্তা — যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রাম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি