আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেহারা বাজারে বালিকা মাদ্রাসা তে অন্নদান প্রোগ্রাম করল এরীজ এগ্রো লিমিটেড

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সেখ সামসুদ্দিনঃ পূর্ব বর্ধমান জেলার সেহারা বাজার হাসান নগরে জামিয়া ইউসুফিয়া লিল বানাত (বালিকা মাদ্রাসা) তে অন্নদান প্রোগ্রাম করল এরীজ এগ্রো লিমিটেড। এই বালিকা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সেখ মজাহার হোসেন ও সম্পাদক আবুল হাসান কাসেমী জানান  ২১ জন কমিটি দ্বারা পরিচালিত এই বালিকা মাদ্রাসায় ১২ জন শিক্ষিকা ও ১১ জন শিক্ষক সহ ১২ জন শিক্ষা কর্মী নিয়ে ১৭০ জন দুঃস্থ মেধাবী ছাত্রীকে কোনরূপ সরকারি সাহায্য ছাড়াই ইসলামিক শিক্ষার সঙ্গে প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠন করানো হয়।

অনাথ শিশুদেরও লালন পালন, শিক্ষা সহ বিয়ে দিয়ে দেন। বর্তমানে ২২ জন অনাথ ছাত্রী আছে। মুম্বাইয়ের টি বি মিরচান্দানী ও মিসেস বালা মিরচান্দানীর  এরীজ এগ্রো লিমিটেড ফাউন্ডেশন ১৯৬৯ সালের ২৬ নভেম্বর গঠিত হয়। সংস্থার ৫০ বছর পদার্পণ উপলক্ষে আজ সারা ভারতব্যাপী দুই লাখ মানুষের অন্নদান প্রোগ্রাম করা হয়। যার মধ্যে পশ্চিমবঙ্গের সকল জেলাতে মাদ্রাসা, চার্চ, মন্দির, গুরুদুয়ারা, রামকৃষ্ণ মিশন, আশ্রম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই অন্নদান প্রোগ্রাম চলছে বলে জানান এরীজ এগ্রো লিমিটেডের সেলস্ ম্যানেজার চন্দন সাহা। তিনি আরও বলেন চাষীভাইদের সহযোগিতায় কোম্পানির অগ্রগতিতে এই অন্নদান কর্মসূচী।

এদিন এখানে উপস্থিত ছিলেন খন্ডঘোষ ব্লকের এডিএ অসীম কুমার ঘোষ, সেলস্ ম্যানেজার চন্দন সাহা, সেলস্ অফিসার আসাদুল আম্বিয়া ও অমল সাসমল সহ হুগলী ও বর্ধমানের সমস্ত স্টাফ। এই বালিকা মাদ্রাসায় স্থানীয় ডিস্ট্রিবিটর সেখ মজাহার হোসেনের ব্যবস্থাপনায় ২৫০ জন অন্ন গ্রহণ করেন।

See also  নেশার টাকা না পেয়ে বৃদ্ধ ঠাকুমাকে পিটিয়ে খুন - গ্রেপ্তার নাতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি