কৃষ্ণ সাহা ( সেহারাবাজার ):- পূর্ব বর্ধমান জেলার সেহারা অঞ্চলে শুরু হল প্রচারাভিযান।মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে চাল ও আলু বিতরণ করা হবে।এটাই হল প্রচারকার্যের বিষয়বস্তু। COVID19 তীব্রতা বাড়ছে দিনের পর দিন।বাড়ছে আক্রান্তের সংখ্যাও।আজ পর্যন্ত মেলেনি প্রতিষেধক। সচেতন হতে হবে সাধারণ মানুষকেই।বেশ কিছুদিন বিশেষ প্রয়োজন ব্যতীত বাইরে না বেরোনোর সতর্কবার্তা জারি করেছে সরকার।উপযুক্ত খাদ্যসামগ্রী ও পথ্য মজুত থাকলেই সাধারণ মানুষের পক্ষে গৃহবন্দী হয়ে থাকা সম্ভব।তাই এমন উদ্যোগ গৃহীত হয়েছে।অভিভাবক ছাড়া অন্য কারও হাতে এই চাল আলু তুলে দেওয়া হবে না।আগামী সোম এবং মঙ্গলবার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ হবে।এই মর্মেই সেহারা পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামে প্রচারাভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন প্রচারকার্যে অংশগ্রহণকারী তৃণমুল কর্মী প্রকাশ মন্ডল।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি