UGC-NET পরীক্ষায় দুর্দান্ত ফল করল বাংলা। বাংলা বিষয়ে “১০০ পার্সেন্টাইল নম্বর” পেয়ে গোটা দেশের মধ্যে “১ র্যাঙ্ক” অর্জন করেছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার নিলুফা খাতুন। অন্যদিকে, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে “অল ইন্ডিয়া ২য় স্থান” পেয়েছেন কলকাতার রিক্তা চক্রবর্তী। তাঁদের এই অসাধারণ কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন, ‘ইউজিসি নেটে বাংলায় ১০০ শতাংশ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকারী কাটোয়ার নীলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকেও অভিনন্দন জানাই। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে।’


দেশজোড়া এই পরীক্ষায় বাংলা বিষয়ে শীর্ষস্থান পাওয়া নিলুফা কাটোয়ার পালিটা রোডের বাসিন্দা। এর আগে দু’বার এই পরীক্ষায় বসেছিলেন তিনি, কিন্তু আশানুরূপ ফল হয়নি। তবে হাল ছাড়েননি। তৃতীয় বারেই বাজিমাত। তাঁর কথায়, “প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব।” ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষিকা হিসেবে গবেষণায় অবদান রাখতে চাই। উচ্চশিক্ষার জগতে কিছু অর্থবহ কাজ করতে চাই।”
অন্যদিকে, মাস কমিউনিকেশন ও জার্নালিজমে গোটা দেশে দ্বিতীয় হয়েছেন কলকাতার রিক্তা। তাঁর এই কৃতিত্বে খুশির হাওয়া তাঁর পরিবার ও পাড়ায়।