আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাধু’র মর্যাদা হারাতে চলেছেন ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা চিন্ময়ানন্দ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


লখনউ: 
গ্রেফতারির পর এ বার নিজের সম্প্রদায়েই একঘরে হতে চলেছেন ধর্ষণে অভিযুক্ত স্বামী চিন্ময়ানন্দ। তাঁর ‘সাধু’ উপাধি কেড়ে নিতে চলেছে অখিল ভারতীয় আখড়া পরিষদ (এবিএপি)। শুধু তাই নয়, চিন্ময়ানন্দকে নিজেদের সম্প্রদায় থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে নিজের নামের সঙ্গে আর ‘সাধু’ বা ‘স্বামী’ উপাধি ব্যবহার করতে পারবেন না চিন্ময়ানন্দ।


‘সাধু’ সম্প্রদায়ের সর্বোচ্চ নিয়ামক সংগঠন এবিএপি-র সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি রবিবার জানিয়েছেন, খুব শীঘ্রই চিন্ময়ানন্দকে সম্প্রদায় থেকে বহিষ্কার করা হবে। আগামী ১০ অক্টোবর হরিদ্বারে বসছে এবিএপি-র সাধারণ সভা। ওই সভায় চূড়ান্ত হয়ে যাবে চিন্ময়ান্দের ভাগ্য।

চিন্ময়ানন্দনের আইন কলেজের এক ছাত্রী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে আসে। ওই ছাত্রী পুলিসকে জানিয়েছেন, তাঁকে ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণ করেছেন। বেশ কিছু ভিডিয়োও তুলে দেওয়া হয়েছে পুলিসকে। গত শুক্রবার শহজাহানপুরে তাঁর আশ্রম থেকে চিন্ময়ানন্দকে গ্রেফতার করে পুলিস। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তিনি মহা নির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর। 

আরও পড়ুন: ওমর-মুফতিরা অতিথি, বিশেষ যত্নে রাখা হয়েছে তাদের, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর



উল্লেখ্য, চিন্ময়ানন্দ অযোধ্যা আন্দোলনের অন্যতম মুখ। চিন্ময়ানন্দ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরু মোহন্ত আদিত্যনাথ তৈরি করেন ‘রাম মন্দির মুক্তি যোগ সমিতি।’ ১৯৮৬ সালে রাম জন্মভূমি আন্দোলন সংঘর্ষ সমিতির আহ্বায়ক হয়েছিলেন চিন্ময়ানন্দ। পরবর্তীকালে বাজপেয়ী সরকারে কেন্দ্রীয়মন্ত্রীও হন তিনি। 

See also  ‘মিঠুন চক্রবর্তী’ জাত গোখরো হলে ‘মমতা’ জাত বেদেনী - বললেন তৃণমূল প্রার্থী মানগোবিন্দ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি