কাটোয়া ( রাহুল রায় ) :- শীতলা ষষ্ঠী হলেন লৌকিক দেবী। শুক্রবার কাটোয়া ২নং ব্লকের নন্দীগ্রামের রায় পাড়ায় শীতলা ষষ্ঠী দেবীর পুজো হল। পাড়ায় মহিলা তাদের বাড়িতে শীতল ষষ্ঠী রূপে শীল নোরাতে কাপড় জড়িয়ে পুজো করে। সিঁদুর,হলুদ,গঙ্গা জল,ধুপ,ফল-মিষ্টি ও ফুল দিয়ে পুজো করা হয়। মহিলারা তাদের বাড়ির মঙ্গলকামনার জন্য এই পুজো করে থাকেন। এই পুজো উপলক্ষে মহিলারা বাড়িতে রান্না করেনা।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি