আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেহেন্দি -র রঙ গাঢ় ও দীর্ঘস্থায়ী করার সহজ উপায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুজো মানেই নানা রকম সাজের বাহার। নিজস্ব ঢঙে নিজেকে অন্যের থেকে আলাদা ভাবে নজরকাড়া করে তোলা। সাজগোজ এর সঙ্গে আবশ্যিক হয়ে ওঠে মেহেন্দি-ও।


চুল, ব্যাগ, মেক-আপ, নেলপলিস, কানের দুল, গলার হার, লিপস্টিক, জুতো কোন ড্রেসের সঙ্গে কেমন মানাবে তা নিয়ে অনেক আগে থেকেই শুরু হয় প্রস্তুতি।

তবে মেহেন্দি তো আর অনেক আগে থেকে পড়লে হয় না।

তাছাড়া পুজোর সময় প্যান্ডেল হোপিংয়ের ব্যস্ততায় তা রোজ পড়াও যায় না।

এখন তো ষষ্ঠী থেকে নয়, চতুর্থী থেকেই শুরু হয়ে যায় পুজোর প্যান্ডেল দেখা।

তাই আগেভাগে পড়লেও পুজো শেষ পর্যন্ত তা টিকিয়ে রাখতে হলে জেনে রাখুন এই টিপসগুলো-

১. পড়ার আগে অবশ্যই সাবান বা ফেসওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন।

২. তবে হাত ধোয়ার পর হাতে কোনো ক্রিম মাখবেন না। তাহলে মেহেন্দি হাতে বসবে না।

৩. পড়ার পর অন্তত ১২ ঘন্টা রাখাটা জরুরি। তাই সব কাজ সেরে বসুন। তাড়াহুড়োতে তুলে নিলে রঙ ফিকে হবেই।

৪. তাড়াতাড়ি শুকনোর জন্য কোনো মেশিনের ব্যবহার না করাই ভালো।

৫. লক্ষ রাখবেন শুকিয়ে গেলে নিজে থেকেই ঝরতে শুরু করবে। তার আগে জোর করে তুলতে যাবেন না।

৬. শুকিয়ে যাওয়ার পর চিনি দিয়ে ঘষে শুকনোই তুলে নিন।

৭. অনেকে লেবু ব্যবহার করে। কিন্তু লেবু ব্যাবহার না করাই ভালো। লেবুতে অ্যাসিড থাকায় মেহেন্দির রঙ হালকা করে দিতে পারে। 

See also  কেমন যাবে আপনার আজকের দিনটা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি