সেখ সামসুদ্দিন
মেমারী বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম মেমারী বিধানসভার এলাকার জন্য বাগিলা গ্রাম পঞ্চায়েতকে তার বিধায়ক তহবিল থেকে “সববাহী গাড়ী স্বর্গরথ ” দেন। আজ ঐ স্বর্গরথের চাবি বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষালের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম,
সমাজসেবী এম এম মুন্সী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। এদিন অতিথিবৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে গাড়ির ফিতে কাটেন পঞ্চায়েত সদস্য প্রলয় পাল। বিধায়ক তহবিলে এই শববাহী গাড়ি পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি।