পূর্ব বর্ধমান
মাটির নিচে সরকারি ইন্ডিয়ান অয়েলের তেলের পাইপ লাইন ফুটো করে তেল চুরি। রাতে ঘটেছে বলে জানান ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা। ঘটনা পুর্ব বর্ধমানের গলসির পারাজ স্টেশন এলাকায়। রাত্রি দুটোর সময় এলামের আওয়াজ শুনে তড়িঘড়ি এলাকা চিহ্নিত করেন আধিকারিকরা।
তারা জানান, হলদিয়া থেকে পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ হয়ে বারাবনী যাচ্ছে একটি ইন্ডিয়ান ওয়েলের পাইপ লাইন। পারাজ স্টেশনের কাছে মাঝ মাঠে পাইপ লাইনে ড্রিল করে লোহার ভাল্ব লাগিয়ে চুরি করা হয়েছে তেল। ক্ষতির পরিমাণ সঠিক জানতে পারেননি আধিকারিকরা। জমিতে ধান কাটার পর ফাঁকা পাওয়ায় চুরি করেছে দুস্কৃতীরা। এদিকে মাঠে এসে মাথায় হাত চাষিদের। জমিতে তেল পরে নষ্ট চাষিদের কাটা ধান।
এলাকার দশ বিঘা জমির তেলমগ্ন হয়ে আছে বলে জানান চাষিরা। ঘটনাস্থলে ইন্ডিয়ান ওয়েলের আধিকারিকরা হাজির হয়েছেন। এর পাশাপাশি হাজির হয়েছেন স্থানীয় গলসি থানার পুলিশ। বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে জমিতে চুরির মুল জায়গা চিহ্নিত করা হয়েছে। এসে জমিতে বেড়িয়ে আসা তেল উদ্ধারে নেমেছেন ইন্ডিয়ান ওয়েলের আধিকারিকরা।এহেন ঘটনায় হতবাক ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা, অন্যদিকে গলসী থানায় অভিযোগ দায়ের করেন ইন্ডিয়ান অয়েল কতৃপক্ষ।